নভেম্বর ৮, ২০২৪

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আজ বুধবার নয়াদিল্লির মুঙ্গেশপুরে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই প্রথম ভারতের রাজধানীর তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলিসিয়াস ছাড়াল। দেশটির আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আজ বুধবার বেলা আড়াইটায় ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে মুঙ্গেশপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে নয়াদিল্লির নারেলা শহরের তাপমাত্রা ছিল ৪৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

ভারতের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ের অধিকাংশ জায়গায়; দিল্লি, উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু জায়গায় এবং হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের দু–এক জায়গায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগর ও উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে রাতেও তাপমাত্রা একই রকম থাকতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...