![](https://thebiz24.com/wp-content/uploads/2023/09/legacy-foot-1-1-1.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসইতে আজ ৬২টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এদিন সবচেয়ে বেশি শেয়ারের দরপতন হয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের।
আজ সোমবার ২৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূৃত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।
সর্বোচ্চ দর হারানোর তালিকার দ্বিতীয় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে শেয়ারদর আজ ৩ দশমিক ৪৭ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ৩ দশমিক ০৩ শতাংশ।
আজ ডিএসইতে সর্বোচ্চ দর হারানো অপর কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, জিকিউ বলপেন এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।