ডিসেম্বর ২৬, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ দরপতনের শীর্ষে রয়েছে বিডি মনোস্পুল পেপার লিমিটেড। আজ শেয়ারটির দর ২৬ টাকা ৮০ পয়সা বা ৮.০৯ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার কোম্পানিটি সর্বশেষ ৩০৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৬৬৯ বারে ৪ লাখ ৪ হাজার ১০৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৯১ লাখ টাকা।

অ্যাপেক্স ফুটওয়্যার লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১৯ টাকা ৯০ পয়সা বা ৭.০৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৬২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দ্য ঢাকা ডাইং লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা বা ৬.৯৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী ফুড, প্যাসিফিক ডেনিমস, ইউনিক হোটেল, বিডি মনোস্পুল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ণ ইন্স্যুরেন্স ও ক্রাউন সিমেন্ট লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...