জানুয়ারি ১১, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দরপতনের শীর্ষে রয়েছে  খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেড। এদিন শেয়ারটির দর ৮ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ১১ শতাংশ কমেছে।

আজ বৃস্পতিবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সর্বশেষ ১১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৩৪৩ বারে ১৩ লাখ ৬৬ হাজার ২১৭টি শেয়ার লেনদেন করেছে।

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৪.৯৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

ইউনাইটেড ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৪.১৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুডস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড   ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...