জানুয়ারি ৯, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৩টির বা ৩৬.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস জিলবাংলা সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৪.০০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫৬.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৭.৪০ টাকা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে জিলবাংলা সুগার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শ্যামপুর সুগারের ৮.৭৪ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.৮৩ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.৭৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫.০৭ শতাংশ, অলিম্পিকের ৪.৯৩ শতাংশ, বিডি থাইয়ের ৪.৫৯ শতাংশ, উসমানিংয়া গ্লাসের ৪.৫১ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৪.৩৬ শতাংশ এবং মনেোস্পুল পেপারের শেয়ার দর ৪.২১ শতাংশ কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...