ডিসেম্বর ২২, ২০২৪

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৯টির বা ১৭ দশমিক ২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছ। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪৭ দশমিক ৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩২১ দশমিক ৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৭৩ টাকা বা ২৯ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ২০ দশমিক ৩৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১১ দশমিক ২০ শতাংশ, হাক্কানী পাম্প ৯ দশমিক ৭৫ শতাংশ, খান ব্রাদার্সের ৯ দশমিক শূন্য ১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮ দশমিক ২১ শতাংশ, জেমিনি সী ফুডের ৮ দশমিক শূন্য ৮ শতাংশ, নাভানা সিএনজির ৭ দশমিক ৬৭ শতাংশ, ন্যাশনাল টিউবস ৭ দশমিক শূন্য ৪ শতাংশ এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের ৬ দশমিক ৭১ শতাংশের শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...