জানুয়ারি ৯, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৩২৯টির দর বেড়েছে। এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের।

আজ বুধবার ২৭ নভেম্বর ঢাকা স্টক এক্সচঞ্জে সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচ. আর. টেক্সটাইল লিমিটেড শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৯.৯৫ শতাংশ।

আর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৮৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইনট্রাকো রিফুয়েলিংয়ের ৯.৭১ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯.৩৪ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ৮.৮৬ শতাংশ, সাইফ পাওয়ারের ৭.৯৬ শতাংশ, এমারেল্ড ওয়েলের ৭.৮৩ শতাংশ, ডরিন পাওয়ারের ৭.৮৫ শতাংশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজের ৭.৫৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...