জানুয়ারি ২৬, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টির বা ৬ দশমিক ৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহে লেনদেন শেষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর ছিল ২২ টাকা ৮০ পয়সা। আর বিদায়ী সপ্তাহে লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৫ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ১২ দশমিক ৭২ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৪০ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬৮ শতাংশ, ম্যারিকো বাংলাদেশের ৩ দশমিক ৫৪ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১ দশমিক ৯৪ শতাংশ, রুপালী ইন্স্যুরেন্সের ১ দশমিক ৭৫ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১ দশমিক ৬০ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ১ দশমিক ৫০ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ দশমিক শূন্য ৮ শতাংশ করে শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...