বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৯টির বা ২৭ দশমিক ১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছ। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে ‘এন’ ক্যাটাগরির কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭ দশমিক ৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা বা ৬০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের ৪৩ দশমিক ৮১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩২ দশমিক ৫৫ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩২ দশমিক শূন্য ১ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৩১ দশমিক ২৮ শতাংশ, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৫ দশমিক ১৬ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ২২ দশমিক ৬০ শতাংশ, সিমটেক্সের ২১ দশমিক ৬৯ শতাংশ, স্ট্যান্ডার্ড লাইফ ইন্সুরেন্সের ১৯ দশমিক ৯১ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ৫৩ শতাংশের শেয়ার দর বেড়েছে।