জানুয়ারি ২৪, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ বৃহস্পিতবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ১ হাজার ৮৮৬ বারে ৬৯ লাখ ৭৮ হাজার ৩০৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ১২ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৪৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইভিন্স টেক্সটাইলের দর ৯০ পয়সা বা ৯.২৮ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এমবি ফার্মা,ঢাকা ডাইং, লিবরা ইনফিউশন, মুন্নু সিরামিকস ও সেন্ট্রাল ফার্মা লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...