দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) আজ শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ বৃহস্পতিবার (২১) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ হাজার ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৬২ বারে ৩ লাখ ১৮ হাজার ২২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪২৬ বারে ৩৭ লাখ ৩৮ হাজার ৫০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ১৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সিএন্ডএ টেক্সটাইলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ০৮ শতাংশ। কোম্পানিটি ৬৫৭ বারে ৩৫ লাখ ৪২ হাজার ৩৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – কুইন সাউথের ৪ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.৬৬ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ২.৯৪ শতাংশ,মেঘনা ইন্সুরেন্সের ২.৭০ শতাংশ, জিকিউ বলপেনের ২.৬২ শতাংশ, এসিআই ফর্মুলেশনসের ২.৫৭ শতাংশ এবং নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের ২.৪৬ শতাংশ দর বেড়েছে।