ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসির শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে জানা যায়, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ১০ জানুয়ারি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য, ডিএসইতে গত ২০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ২৬ টাকা ৮০ পয়সা। আর গতকাল বুধবার (১০ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ৩৭ টাকা ৬০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ ১৩ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ৮০ পয়সা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...