জানুয়ারি ১১, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দর বাড়ার শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এদিন শেয়ারটির দর ৯০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ বৃস্পতিবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৯২৮ বারে ২০ লাখ ৫৬ হাজার ১৬২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ৭০ পয়সা বা ৯.০৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১১৭ টাকা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশন লিমিটেডের শেয়ার দর ৭৩ টাকা ৫০ পয়সা বা ৭.৪৯ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, এমবি ফার্মা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, সোনালী আঁশ, রেনউইক যজ্ঞেশ্বর, অ্যাপেক্স স্পিনিং ও এইচ.আর টেক্সটাইল লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...