জানুয়ারি ৫, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৭৯টির দর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের।

আজ বুধবার (২৮ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭২ টাকা ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সালভো কেমিক্যালের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ২.৯৯ শতাংশ।

আর ২ টাকা ৩০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কেএন্ডকিউয়ের ২.৯৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯৬ শতাংশ, সোনালী পেপারের ২.৯৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২.৯৪ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ২.৯২ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২.৯১ শতাংশ এবং ওরিয়ন ফার্মা লিমিটেডের ২.৯১ শতাংশ দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...