নভেম্বর ২৩, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৫টির বা ৩৩ দশমিক ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর সবচেয়ে বেশি কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহে লেনদেন শেষে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর ছিল ১৩০ টাকা ১০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে শেয়ারের দর দাঁড়ায় ১০৮ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৭০ পয়সা বা ১৬ দশমিক ৬৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার বা দর কমার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ১৪ দশমিক ৭২ শতাংশ, সী পার্ল বিচের ১৩ দশমিক ৫৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১৩ দশমিক শূন্য ৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৬১ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১১ দশমিক শূন্য ৭ শতাংশ, এমারেল্ড অয়েলের ১০ দশমিক ৩৭ শতাংশ, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ দশমিক শূন্য ৮ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১০ দশমিক শূন্য ৪ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৯৪ শতাংশ করে শেয়ার দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...