জানুয়ারি ২৪, ২০২৫

বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ার ৬টি শহর। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৯৯ অর্থাৎ বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ দিকে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর।

বুধবার সকাল ৯টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের বায়ুর মানের স্কোর হচ্ছে ৪৫৩ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ৪২১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও দুর্যোগপূর্ণ। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তারের আরেকটি শহর করাচি, যার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৯৭। একই সঙ্গে চতুর্থ স্থানে রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শহরটির বায়ুর মানের স্কোর হচ্ছে ১৭৩।

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...