ফেব্রুয়ারি ৫, ২০২৫

কয়েকদিন থেকে দিনের বেলায় সূর্য উঠলেও সন্ধায় ও ভোরে শীতের শিশির আর কুয়াশায় ঢেকে থাকছে সব উত্তরের জেলা পঞ্চগড়ে। বইছে হিমেল হাওয়া। তাপমাত্রার পারদ নেমে সাতের ঘরে চলে এসেছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকোর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের এই জেলা।

উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জন জিবনে। আর এ কারনেই তাপমাত্রা উঠানামা করছে। গেল কয়েকদিন থেকে চলছে শৈত্যপ্রবাহ। তাই খেটে খাওয়া অসহায় মানুষের খুব কষ্টে জীবন যাপন করছেন। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন।

প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলছেন, এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এই শৈত্যপ্রবাহ আরও কিছু দিন অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...