ডিসেম্বর ২১, ২০২৪

সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছেন পাকিস্তান ও তুর্কি কর্মকর্তারা।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার জেনারেল আসেম মুনির সম্প্রতি তুরস্ক সফর করেছেন। সফরকালে তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী, চিফ অফ দ্য জেনারেল স্টাফসহ সেদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। সেখানেই তারা সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে সম্মত হন।

ইসলামাবাদ থেকে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর ওই বিবৃতি অনুসারে দ্বিপক্ষীয় ওই বৈঠকে দু’দেশের নেতৃবৃন্দ পারস্পরিক স্বার্থ, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা উন্নয়ন নিয়ে মত বিনিময় করেছেন।

পাক সেনাবাহিনীর কমান্ডার জেনারেল আসেম মুনির তুরস্কের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ব্যাপারে তার দেশের দৃঢ় ইচ্ছার কথা জানান। একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির সেনাবাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

তুরস্কের বিভিন্ন সামরিক কেন্দ্র পরিদর্শন করেন পাকিস্তানি এই সামরিক কর্মকর্তা। এ সময় তিনি তুরস্কের সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতির মানও মূল্যায়ন করেন। পাকিস্তান ও তুরস্কের বিভিন্ন সামরিক সেক্টরের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন জেনারেল আসেম মুনির। পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...