জানুয়ারি ২৩, ২০২৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত ব্যক্তিদের কাছে বিনা মূল্যে কল করার সুযোগ দিয়েছে গ্রামীণফোন। বাংলাদেশ থেকে সেখানে অবস্থানরত প্রিয়জনদের সঙ্গে কোনও টাকা খরচ ছাড়াই যোগাযোগ করতে পারবেন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। গ্রামীণফোনের নেটওয়ার্কে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে তুরস্ক ও সিরিয়ার কলের ক্ষেত্রে কোনও কলচার্জ প্রযোজ্য হবে না।

রবিবার (১২ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভয়াবহ ভূমিকম্পের খবর সর্বত্র পৌঁছানো মাত্রই সারা বিশ্ব থেকে তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে মানুষ। প্রয়োজনে মানুষের সঙ্গে যোগাযোগ করায় বিশ্বাস করে গ্রামীণফোন। আর এ বিশ্বাসের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে তুরস্ক ও সিরিয়ার আইএসডি আউটগোয়িং কল করার চার্জ ফ্রি করে দিয়েছে, যাতে সবাই তাদের প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...