নভেম্বর ১৫, ২০২৪

উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি আবারও বিপৎসীমা ছুই ছুই করছে।তিস্তার পানি এখন বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।এতে নদী পাড়ের বাসিন্দারা আবারও বন্যার আশঙ্কা করছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, দুপুর ১২ টায় তিস্তা ব্যারাজের দোয়ানী পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৯ সেন্টিমিটার, যা বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬ টার তিস্তা ব্যারাজপয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা ১০ সেন্টিমিটার ও সকাল ৯ টায় ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিন্দূর্ণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, প্রায় ২০ দিন পর আবারও তিস্তার পানি বাড়ছে।এতে তিস্তা পারের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে ভোগান্তি সৃষ্টি করবে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদীন ইসলাম বলেন, সকাল ৯টায় তিস্তা পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। দুপুরে পানি বেড়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...