ডিসেম্বর ২২, ২০২৪

রক্ষণাবেক্ষণের কাজে তিনদিন ধরে বন্ধ রয়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। তবে আগামী কিছুদিনের মধ্যেই প্ল্যান্টটি চালু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. আনোয়ারুল আজিম জানান, রক্ষণাবেক্ষণের কাজে শুক্রবার (৩০ জুন) রাত থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে এ কেন্দ্রটি। কাজ শেষ হলে সপ্তাহখানেকের মধ্য ফের চালু করা হবে। কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি কিংবা কয়লা সংকটের কারণে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রাখা হয়নি। মূলত কেন্দ্রটির রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে কেন্দ্রটি সাতদিন থেকে ১০ দিন চালানোর মতো কয়লা মজুত রয়েছে। আগামী ৫ থেকে ৭ জুলাইয়ের মধ্যে ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে একটি বিদেশি জাহাজ আসছে মোংলা বন্দরে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...