ডিসেম্বর ২২, ২০২৪

সমস্যার সমাধান হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সমসাময়িক বিষয় নিয়ে সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

শফিকুল আলম বলেন, তিতুমীর কলেজের ভাই-বোনদের বলবো, আপনারা শান্ত হন। ৭ কলেজের বিষয়ে কথা চলছে। একটা আশু সমাধান আসবে বলে আমরা আশা করি।

এদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় ফের ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এর আগে, বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর মহাখালী এলাকার রেলপথ ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সুনির্দিষ্ট আশ্বাস না দিলে তারা কলেজে ফিরে যাবেন না। এরপর দুপুরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার প্রস্তাব দেয়া হয়। তাতে সাড়া দিয়ে বিকেল ৩টার দিকে সচিবালয়ে যায় তিতুমীরের ১২ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...