জানুয়ারি ২২, ২০২৫

নতুন বছরের জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখার জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেছেন। রোববার এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘তামিমের ব্যাপারটা হচ্ছে কি, তামিম আগেও আমাদের সঙ্গে আলাপ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। প্রধানত নির্বাচনের পরে। সে চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করতে যাচ্ছে।’

বিস্তারিত আসছে…

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...