সেপ্টেম্বর ২০, ২০২৪

চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে থাকা তামিম ইকবাল এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। পুনর্বাসন প্রক্রিয়ায় ফিটনেস ট্রেনিং দারুণভাবে সম্পন্ন হয়েছে। শরীরে কোনো জড়তা না থাকায় তামিম নেটে ফিরতে পেয়ে গেছেন সবুজ সংকেত। এমনিতেও সূচি অনুযায়ী চলতি সপ্তাহ থেকে ব্যাটিং শুরু করার কথা তার। সেই পরিকল্পনায় তামিম এগোচ্ছেন বলে জানা গেছে। কাল-পরশুর ভেতরে তামিমকে দেখা যাবে ব্যাট হাতে।

গত ৯ আগস্ট থেকে জিম ও ফিটনেসের কাজ শুরু করেন এই বাঁহাতি ওপেনার। নিয়মিত মিরপুরে এসে জিম করেছেন। ট্রেনার ও ফিজিওর সান্নিধ্যে চলেছে ফিটনেসের কাজ। ট্রেনিংয়ে খুব ভালোভাবে নিজের ওয়ার্কলোড মেইন্টেইন করেছেন তামিম। যেসব কাজ নিয়ে চিন্তা ছিল সেসব খুব ভালোভাবে তামিম উতরে গেছেন বলেই খবর।

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী রাইজিংবিডিকে বলেছেন, ‘তামিম এখন ভালো আছে। আমরা ভালো একটি ফিটনেস ট্রেনিং শেষ করেছি। চাইলে ব্যাটিং শুরু করতে পারবেন। ব‌্যাটিংয়ে ফেরা নির্ভর করছে তার উপর। সে ভালো অনুভব করলে ব্যাটিংয়ে যাবে।’

সব ঠিক থাকলে তামিম খেলায় ফিরবেন আগামী মাসের শেষে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণার দিনই জানিয়েছেন, নিউ জিল‌্যান্ড সিরিজে দলে ফিরবেন তিনি।

এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও টিম ম্যানেজমেন্টের আড়াল হচ্ছেন না তামিম। বিশ্বকাপের প্রস্তুতির জন্য তামিমসহ মোট ৮ জনকে নিয়ে বিশেষায়িত ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদও থাকবেন। এছাড়া তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন, তানজিম হাসান, সাইফ হাসান ও জাকির হাসানও থাকবেন। এদের মধ্যে তিনজন এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকাতেও আছেন। ২০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প।

পিঠের নিচের অংশের ব্যাথা মুক্তির জন্য গত জুলাইয়ে লন্ডন গিয়েছিলেন তামিম। সেখানে লাম্বার ফোর ও ফাইভে দুটি ইনজেকশন নিয়ে ব্যথা দমিয়ে রেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এ ধরনের ইনজেকশনের কার্যকারিতা ২-৩ মাস থেকে ৪-৫ মাস পর্যন্ত থাকে। কিছু ক্ষেত্রে এক মাসের মধ্যেও ব্যথা অনুভব হতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *