জানুয়ারি ১০, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় হল প্রশাসনের তদন্ত প্রতিবেদন শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালের মধ্যে জমা দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হল অফিসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, হল প্রশাসনের আবেদনের ভিত্তিতে অধিকতর তদন্তের স্বার্থে সকাল পর্যন্ত তদন্তের সময় বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, আমরা ভিডিও দেখে এ পর্যন্ত ৫ জনকে শনাক্ত করতে পেরেছি। আমরা আসলে কোনো কাজ অসমাপ্ত রাখতে পারি না। কাজটা ভালোভাবে করার জন্যই এটা করা হয়েছে।

এর আগে এ ঘটনা তদন্তের জন্য আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করে হল প্রশাসন। সন্ধ্যা ৬টার মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কমিটির অন্য সদস্যরা হলেন- আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ, সহকারী আবাসিক শিক্ষক ড. এম এম তৌহিদুল ইসলাম এবং সহকারী প্রক্টর (বিজ্ঞান অনুষদ) এ. কে. এম. নূর আলম সিদ্দিকী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...