ফেব্রুয়ারি ২৬, ২০২৫

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র অ্যাডভাইজর ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে ঢাকায় পৌঁছেছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় পৌঁছান। এসময় ডেরেক শোলেকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে করবেন ডেরেক শোলে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন তিনি।

ডেরেক শোলের সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ডোরেক শোলের সফরে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের সমন্বয় ও প্রতিক্রিয়া, আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...