ডিসেম্বর ২২, ২০২৪

বগুড়ার কাহালুতে লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৯ মে) বিকেল ৩টায় কাহালু স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের একাংশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলস্টেশনের সুপারিন্টেডেন্ট সাজেদুর রহমান সাজু।

তিনি জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি বিকেল সাড়ে ৩টার দিকে কাহালু স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকার দিকে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে বগুড়া স্টেশনে দুটি আন্তঃনগর ট্রেন আটকা পড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...