ডিসেম্বর ২২, ২০২৪

ঢাকা-১৭ উপনির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত জয়ী হয়েছেন। ১২৪ কেন্দ্রের সবকটির গণনায় তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

সোমবার (১৭ জুলাই) রাতে রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান ফলাফল ঘোষণা করেন।

এরআগে বেলা ১১টার দিকে গুলশান মডেল স্কুলে ভোট দেন অধ্যাপক আরাফাত। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অল্প দিনের জন্য নির্বাচন বলেই ভোটারদের মধ্যে একটা অনাগ্রহ থাকতে পারে। তবে গুলশান ও বনানী ছাড়া অন্য কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল ভালো।

ভোটার উপস্থিতি কমের বিষয়ে তিনি আরও বলেন, নৌকার যখন এত ভোট তখন অনেকেই ভাবেন নৌকাতো জিতবেই, আমার ভোট না দিলেও সমস্যা নাই। এই কারণে হয়তো ভোটার কম ছিল, তবে আমরা চেষ্টা করেছি ভোটারদের কেন্দ্রে আনতে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...