জানুয়ারি ৫, ২০২৫

আজ সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুর ও কাঁঠালবাগান এলাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বাসসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিএনপির মহাসমাবেশে এক পুলিশ কনস্টেবলকে হত্যা ও শহরে নৃশংসতার অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...