জানুয়ারি ২৩, ২০২৫

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারের দরে ফ্লোর প্রাইস (লেনদেনে সর্বনিম্ন মূল্যসীমা) তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমন সিদ্ধান্ত নেওয়ায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পুঁজিবাজার স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিএসইসি শেয়ার দরের উপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেয়ার সিদ্ধান্ত নিলে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিএসইসির চেয়ারম্যান এবং তাঁর কমিশনকে এ ধন্যবাদ জানান।

বিএসইসি কর্তৃক শেয়ার দরের উপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেয়ার এই সিদ্ধান্তের ফলে বাজারের স্বাভাবিক লেনদেন ও গতি ফিরে আসবে বলে ডিবিএর প্রেসিডেন্ট বিশ্বাস করেন।

আগামীদিনে বাজারে ইতিবাচক ধারা অব্যাহত রাখতে সাইফুল ইসলাম বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...