জানুয়ারি ২৩, ২০২৫

বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টের বিপরীতে এনডোর্সমেন্ট করা ডলারের হিসাব বাধ্যতামূলক যাচাইয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা মতে, পাসপোর্ট ব্যবহারকারীর বিদেশ যেতে যে ডলার খরচ হয়েছে তার পরিমাণ জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে।

এ জন্য অনলাইন টিএম ফরম মনিটরিং সিস্টেম (এটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) ও অনলাইন মানি চেঞ্জার্স মনিটরিং সিস্টেম (ওএমসিএমএস) পদ্ধতি ব্যবহার করতে হবে।

এছাড়া অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে যাচাই করতে হবে, পাসপোর্টের বিপরীতে ডলার এনডোর্সমেন্ট করার সময় একই পঞ্জিকা বছরে ইস্যু করা ডলারের (পূর্ববর্তী পাতা থাকলে) পরিমাণ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

বর্তমানে একজন বাংলাদেশি ব্যাংকের অনুমোদন নিয়ে বছরে ১২ হাজার ডলার ব্যবহার করতে পারেন। এ জন্য ওই ব্যক্তিকে ব্যাংকে গিয়ে পাসপোর্ট দেখিয়ে আন্তর্জাতিক কার্ডে এনডোর্সমেন্ট করিয়ে নিতে হয়।

দেশের যে কোনো নাগরিক ভ্রমণ কোটার আওতায় এই পরিমাণ ডলার খরচ করতে পারেন। এ জন্য পাসপোর্টে প্রয়োজনীয় ঘোষণা দিতে হয়। আর বছর হিসাব হয় ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে প্রবাসী বাংলাদেশিরা এই সুযোগ পান না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...