ডিসেম্বর ২৪, ২০২৪

আগেই শোনা গিয়েছিল ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিতে দেখা মিলবে রণবীর সিংয়ের। সিনেমাটি নিয়ে নির্মাতার আনুষ্ঠানিক ঘোষণার পরই এতে কে অভিনয় করবেন তা নিয়ে জোর আলোচনা শুরু হয়।

ফ্র্যাঞ্চাইজিটির দুই কিস্তির নায়ক শাহরুখ খানের কাছে প্রস্তাব গেলেও চিত্রনাট্য পছন্দ না হওয়ায় সরে দাঁড়ান তিনি। এরপর এটির প্রস্তাব যায় রণবীর সিংয়ের কাছে। অবশেষে চূড়ান্ত হলো- বলিউডের নতুন ডনের নাম। এল আনুষ্ঠানিক ঘোষণা।

‘ডন থ্রি’ নিয়ে একটি টিজার ভিডিও পোস্ট করেছেন রণবীর। তার হাত ধরেই নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। আর এমন খবরে যারপরনাই বিরক্ত শাহরুখ ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ক্ষোভ প্রকাশও করেছেন তারা। ‘ডন থ্রি’র টিজারের নিচে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘নো শাহরুখ, নো ডন’, টুইটারে ট্রেন্ড এটি।

ইনস্টাগ্রামে টিজার ভিডিওর নিচে স্পষ্ট ধরা পড়েছে শাহরুখ অনুরাগীদের হতাশা। ভক্তরা শাহরুখ ছাড়া ‘ডন’ দেখতে রাজি নন। কেউ আবার খানিকটা এগিয়ে, লিখেছেন, ‘শাহরুখ না থাকলে আমি বলিউড জ্বালিয়ে দেব।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...