জানুয়ারি ১০, ২০২৫

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। আজ রোববার শ্রম আপিল ট্রাইব্যুনালের সদস্য জেলা ও দায়রা জজ এম এ আউয়ালের আদালত জামিন আবেদনের ওপর শুনানি শেষে ড. ইউনূসসহ চারজনের জামিন মঞ্জুর করেন। তবে জামিনের মেয়াদ কত দিন হবে সেটা পরে জানাবেন বলে জানিয়েছেন আদালত।

আদালতে ড. ইউনূসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জামিন আবেদনের শুনানি করেন। সাথে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও অ্যাডভোকেট এ এস এম মিজানুর রহমান।

কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ড. ইউনূসসহ অন্যরা।

গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় ছয় মাসের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ড. ইউনূসসহ চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। একইসাথে তাদের ৩ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত। পাশাপাশি ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আদালতের দেয়া রায়ের কার্যকারিতাও স্থগিত করেন আদালত।

জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তার জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...