সেপ্টেম্বর ২০, ২০২৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনী পরাজয় বেআইনিভাবে পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মোট ১৮ জনের বিরুদ্ধে । আগামী ২৫ আগস্টের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বিবিসি তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফুলটন কাউন্টির গ্র্যান্ড জুরিদের দ্বারা নির্বাচনের ফলাফলে কারসাজি করার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মোট ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছ। চলতি বছর এই নিয়ে চতুর্থবার ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। তবে সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ফুলটন কাউন্টি জেলা অ্যাটর্নি ফানি উইলিস ট্রাম্প এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি তদন্ত শুরু করেন। গতকাল সোমবার মধ্যরাতে অভিযুক্ত আসামীদের তালিকায় ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি, সাবেক হোয়াইট হাউস চিফ অফ স্টাফ মার্ক মিডোস, হোয়াইট হাউসের সাবেক আইনজীবী জন ইস্টম্যান এবং বিচার বিভাগের সাবেক কর্মকর্তা জেফরি ক্লার্ককে অন্তর্ভুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়, ষড়যন্ত্রকারীরা ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের পক্ষে নির্বাচনের ফলাফল বেআইনিভাবে পরিবর্তন করার ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন। চার্জশিটে আসামীদেরকে ‘অপরাধী সংগঠন’ হিসেবে উল্লেখ করা হয়।

অ্যাটর্নি ফানি উইলস জানিয়েছেন, ট্রাম্পসহ মোট ১৮ জন বিবাদীকে আগামী ২৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। জর্জিয়ার সাধারণ আইন অনুযায়ী, বিচারকরা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি বিবাদীদের আগামী ২৫ আগস্ট পর্যন্ত ঐচ্ছিকভাবে আত্মসমর্পণের সুযোগ দিচ্ছি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই তদন্ত, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। একটি বিবৃতিতে ট্রাম্প প্রচারাভিযান জেলা অ্যাটর্নিকে উত্তেজক পক্ষপাতকারী হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, তিনি ২০২৪ সালের রাষ্ট্রপতি পদে হস্তক্ষেপ করতে এবং ট্রাম্পের প্রভাবশালী প্রচারাভিযানের ক্ষতি করার জন্য এই জাল অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *