টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ বলে মন্তব্য করেছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং টেসলা ও এক্স এর সিইও ইলন মাস্ক। এক্সে একটি পোস্ট শেয়ার দিয়ে তিনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
বুধবার (১৫ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দুর্নীতির অভিযোগে আলোচিত টিউলিপ সিদ্দিকির পদত্যাগের বিষয়ে মারিও নাউফালের একটি টুইট বার্তা শেয়ার করেছেন তিনি।
শেয়ারকৃত ওই পোস্টে ইলন মাস্ক ক্ষোভ প্রকাশ করে বলেন, লেবার পার্টির শিশুকল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।
ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সরকারের এই দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দায়িত্ব ছিল দেশের অর্থনৈতিক খাতে দুর্নীতি প্রতিরোধ করা। তবে বাংলাদেশের বিরুদ্ধে চলমান তদন্তে তার বিরুদ্ধে উল্লেখযোগ্য অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার পরিবারের সদস্যরা রাশিয়ার অর্থায়নে পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। এর পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল।
অবশেষে নানা জল্পনা-কল্পনার পর গত মঙ্গলবার মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক।