অক্টোবর ৬, ২০২৪

ভারতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে আজ রোববার (৬ অক্টোবর), বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়া বাংলাদেশের সামনে এখন নতুন চ্যালেঞ্জ।

ধৈর্যের খেলা টেস্ট। টি-টোয়েন্টি তার উল্টোটা। এখানে ধৈর্য ধরার সময় নেই। মোমেন্টাম ধরে এগিয়ে যেতে হয়। অল্প সময়ে প্রতিপক্ষকে যত বেশি দুমড়ে-মুচড়ে দেওয়া যায়, ক্রিকেটারদের লক্ষ্য থাকে সেটি। সেই লক্ষ্যে মাঠে নামার আগে নতুন সাজে ধরা দিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সিরিজের আগে নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জার্সিতে প্রাধান্য দেওয়া হয়েছে লাল রঙকে। বুকজুড়ে লাল, নিচে হালকা সবুজ। মাঝামাঝি জায়গায় দুটি রঙের মিশ্রণে তৈরি হয়েছে হালকা কমলা শেড, যার ওপর বাংলাদেশ ও স্পন্সর প্রতিষ্ঠান রবির নাম লেখা। হাতার কব্জির অংশে আছে একরঙা সোনালি কাজ। জার্সিতে রয়েছে বাঘের ডোরাকাটা, দুই পাশে লাল ডট আর দুই অংশে লাল ছাপে ডোরাকাটা।

ক্রিকেটারিদের নতুন জার্সি পরা ছবি পোস্ট করেছে ক্রিকেট বোর্ড। ছবিগুলোতে ক্রিকেটারদের কাউকে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল, কেউ আগ্রাসী ভঙিতে। যেন ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে বধ করার কৌশল। বাংলাদেশ মাঠে নামছে টি-টোয়েন্টির বর্তমান বিশ্বসেরাদের বিপক্ষে। চ্যালেঞ্জ নেওয়ার আগে নতুন জার্সি বাড়িয়েছে উন্মাদনা ও আমেজ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *