জানুয়ারি ২২, ২০২৫

ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) প্রথম আসর শুরু হয়েছে। এতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ানস। মুম্বাইয়ের হয়ে হরমনপ্রীত কৌর প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে ইতিহাস গড়েছেন। দলের বড় ব্যবধানে জয়ের ম্যাচে তিনি মেরেছেন টানা ৭টি চার। ব্যাট করেছেন প্রায় ২১৭ স্ট্রাইক রেটে।

আইপিএলের সবচেয়ে ধনী বিদেশি ক্রিকেটার অ্যাশলে গার্ডনারের ওভারেই এই রেকর্ড গড়েছেন হরমনপ্রীত। ওই ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে চার মারেন হরমনপ্রীত কৌর। এর পরের ওভারে মারেন আরও ৪টি চার। তিনি আইপিএলেও নেতৃত্ব দিচ্ছেন মুম্বাইয়ের। প্রথমে ব্যাট করতে নেমে তার দল নির্ধারিত ওভারে ২০৭ রান করে।

কেবল হরমনপ্রীতই নন, গুজরাটের আরও বেশ কয়েকজন ব্যাটার ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের চালিয়েছেন সজোরে ব্যাট। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেন হরমনপ্রীত। ফিফটি করতে তিনি মাত্র ২০ বল খেলেছেন। এছাড়া দেড়শ স্ট্রাইক রেটে ম্যাথিউস ৪৭ এবং ১৮৭ স্ট্রাইক রেটে ৪৫ রান করেছেন অ্যামেলিয়া।

প্রতিপক্ষ গুজরাটের হয়ে স্থানীয় ক্রিকেটার স্নেহ রানা ২টি এবং অজি বোলার অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়ারহাম ও দেশীয় তানুজা একটি করে উইকেট নেন।

২০৮ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে অল্প রানেই গুটিয়ে যায় গুজরাট। ১৫.১ ওভারে মাত্র ৬৪ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ভারতীয় দায়ালান হেমলতা ২৩ বলে ২৯ রান করেছেন। এছাড়া বলার মতো রান করতে পারেননি কোনো ব্যাটারই। ফলে উদ্বোধনী ম্যাচেই ১৪৩ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে গুজরাট।

মুম্বাইয়ের হয়ে কলকাতার মেয়ে সাইকা ইশাক সর্বোচ্চ উইকেট পেয়েছেন। তার বলেই মূলত গুড়িয়ে যায় গুজরাটের ব্যাটিং লাইন-আপ। তবে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ন্যাট শাইভার ব্রান্ট। এছাড়া তারই দেশীয় ইসি ওং ১টি এবং অ্যামেলিয়া ২টি উইকেটে নিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...