জানুয়ারি ২২, ২০২৫

৫দিন বন্ধ থাকার পর আজ বুধবার (২৪ জুলাই) দেশের পুঁজিবাজার আবার খুলছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে বুধবার ও বৃহস্পতিবার কিছুটা কম সময় লেনদেন হবে। আজ সকাল ১১টায় দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে। বেলা ২টা পর্যন্ত এ লেনদেন চলবে। বৃহস্পতিবারও একই সূচিতে লেনদেন চলবে।

ডিএসইর উপ-মাহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।

নির্বাহী আদেশে দেওয়া ৩ দিনের সাধারণ ছুটির কারণে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের দেশের সব অফিস-আদালত বন্ধ ছিল। একই কারণে বন্ধ ছিল দেশের পুঁজিবাজারও। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে এ ছুটি ঘোষণা করা হয়। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা ৫দিন পর বুধবার আংশিকভাবে খুলছে দেশের পুঁজিবাজার।

বুধবার ও বৃহস্পতিবার অফিসের কর্মঘণ্টা হবে স্বাভাবিক সময়ের চেয়ে কম। বুধবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে অফিস। বৃহস্পতিবারও একই সূচিতে অফিস চলবে। দুদিনের জন্য এ অফিস সূচি নির্ধারণ করেছে সরকার। এ দুদিন দুদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংকিং চলবে। ব্যাংকিং সময়ের সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...