ডিসেম্বর ২২, ২০২৪

টাইব্রেকারে বাংলাদেশকে ৪-২ ব্যবধানে হারিয়ে ‘ফিফা আন্তর্জাতিক নারী ফুটবল সিরিজ-২০২৩’ এর শিরোপা জিতে নিয়েছে নেপাল। আজ রোববার সন্ধ্যায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। এরপর সিরিজ নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাংলাদেশকে ৪-২ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নেয় নেপালের। সিরিজের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

নেপালের এই দলকেই হারিয়ে গেল বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল সাবিনা-মারিয়ারা। এবার ঘরের মাঠে তাদের কাছেই সিরিজ হারলো লিটুর শিষ্যরা।

টাইব্রেকারে প্রথম শট নিতে আসেন নেপালের অভিজ্ঞ ও তারকা স্ট্রাইকার সাবিত্রা ভান্ডারি। তিনি গোল করেন। বাংলাদেশের হয়ে প্রথম কিক নেওয়া শামসুন্নাহারও গোল করেন। এরপর নেপালের হিরা কুমারী যথারীতি বল জালে জড়ান। কিন্তু মিস করে বসেন বাংলাদেশের শিউলি আজিম।

অবশ্য নেপালের অঞ্জলি টুম্বাপ্পোও মিস করেন। বাংলাদেশের মারিয়া মান্ডার সামনে সুযোগ ছিল ম্যাচে ফেরার। কিন্তু তিনিও মিস করে বসেন। এরপর নেপালের দীপা সাহি গোল করেন। তাতে ব্যবধান হয় ৩-১।

বাংলাদেশের মনিকা চাকমা চতুর্থ কিক থেকে গোল করেন। অন্যদিকে নেপালের অনিকা কেসি তাদের পঞ্চম ও শেষ শট থেকে গোল করে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন সিরিজ জয়ও।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...