ডিসেম্বর ২২, ২০২৪

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ বল হাতে রেখে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা।

ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবে আফগানিস্তান।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে একাদশের বাইরে ছিটকে গেছেন রনি তালুকদার। তার বদলে দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন। আর পেসার শরিফুল ইসলামের বদলে একাদশে ফিরেছেন হাসান মাহমুদ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...