আগস্ট ৬, ২০২৫

ভারতের মাটিতে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ বুধবার। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা লড়াই শেষে চার দলের ফাইনালে ওঠার লড়াই শুরু আজ থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত।

এদিন দু’দলই গ্রুপ পর্বের শেষ ম্যাচের একাদশ নিয়ে নেমেছে।

২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পরবর্তী দুটি আসরে সেমিফাইনাল থেকে ছিটকে যায় ভারত। এর মধ্যে, ২০১৯ এ তাদের সেমিফাইনাল থেকে বিদায় করে নিউজিল্যান্ড। যদিও গ্রুপ পর্বে কিউইদের বিপক্ষে জয় পেয়েছিল ভারত, তবে তা মোটেও সহজ ছিল না।

এই বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল ভারত। সেমিফাইনালেও একই ছন্দে থাকতে চায় আয়োজকরা।

ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

নিউজিল্যান্ডের একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লকি ফার্গুনসন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...