জানুয়ারি ১১, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ট্রাকের ধাক্কায় মা‌জেদ খান (৩৫) না‌মে এক ট্রেনযাত্রীর হা‌তের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৫ নভেম্বর) রাত সা‌ড়ে ১০টায় মধুমিতা রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাজেদকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। মাজেদের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের আগে কয়েক মিনিটের দূরত্বে থাকা মধুমিতা রেল ক্রসিং এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাকটি ট্রেনের দ্বিতীয় বগিতে আঘাত করে। ট্রেনের জানালা দিয়ে ওই যাত্রী হাত বের করে রেখেছিলেন। ট্রাকের আঘাতে তাঁর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনটি থামিয়ে মাজেদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, ‘ট্রেনের সঙ্গে ট্রাক‌টি ধাক্কা লা‌গে। এ সময় ট্রেনে থাকা এক যাত্রীর হা‌তের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। চালক ও তাঁর সহযোগী ট্রাক ফেলে পালিয়ে গেছেন।’

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...