জানুয়ারি ২২, ২০২৫

তরুণ ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল- জেসিআই’র বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশের উদীয়মান ব্যবসায়ী নেতা কাজী ফাহাদ।

সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে আন্তর্জাতিক ওই সংগঠনের সাধারণ সভায় ভোটাভুটির মাধ্যমে আগামী এক বছরের জন্য তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

মিস্টার ফাহাদ কাজী ইন্ডাস্ট্রি ও কাজী প্রিন্টিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যবসায়ীদের একটি আন্তর্জাতিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে। ১২০টির বেশি দেশে স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম রয়েছে। ২ লাখের বেশি তরুণ এর সদস্য। তরুণদের দক্ষতা বাড়ানো এবং ব্যবসায়িক জ্ঞানচর্চায় বাংলাদেশে জেসিআই নিরলসভাবে কাজ করে চলেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...