আগস্ট ৯, ২০২৫

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কার্যক্রম জুলাই গণ-অভ্যুত্থানে অনেক অবদান রেখেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রোববার (১ ডিসেম্বর) সিপিডির ৩০ বছরের পথচলায় অংশীজনদের নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, সিপিডি সব সময় স্রোতের বিপরীতে গিয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতিনির্ধারকদের পরামর্শ দেয়ার চেষ্টা করেছে। এমনকি জুলাই গণ-অভ্যুত্থানে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম বড় অবদান রেখেছে।

অনুষ্ঠানে সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান তুলে ধরেন প্রতিষ্ঠানটির গত ৩০ বছরের কাজের পরিধি। তিনি জানান, গণমানুষের জন্য কাজ করা অব্যাহত রাখবে সিপিডি। আর ভবিষ্যতে যেন সিপিডি ভয়হীনভাবে কাজ করতে পারে সে আশা প্রকাশ করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক রওনক জাহান।

একই অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার একদিনে সম্ভব নয়। গণতান্ত্রিক উপায়ে সংস্কার না হলে তা টেকসই হবে না।

এদিন সকালে দুটি সেশনে অংশ নিয়ে বক্তারা বলেন, ভবিষ্যতেও নীতিনির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাবে সিপিডি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...