নভেম্বর ২৮, ২০২৪

রাজধানীর জুরাইন সালাউদ্দিন পাম্পের পাশে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়েছে। আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে ২টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি জানান, পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করে ২টা ৫৩ মিনিটে আগুন নেভায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ করে বেলা আড়াইটার দিকে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। গাড়ির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। তখন জনগণ এসে গাড়ির আগুন নেভাতে চেষ্টা করে। এবং কিছুটা নিয়ন্ত্রণে আনে। গাড়ির ভেতরের অংশ পুড়ে গেছে। পরে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে বাসটির আগুন নিয়ন্ত্রণ করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...