আগস্ট ৯, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফিন্যান্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান করেছে ২ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির আয় ছিল ১৮ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির কনসুলেটেড লোকসান হয়েছে ৪ টাকা ২৫ পয়সা। গতবছর একই সময়ে ৬৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৫৩ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...