ভোটের নিয়ম পরিবর্তনের জন্য নতুন আইন পাশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ফ্রান্সের স্বায়ত্তশাসিত অঞ্চল নিউ ক্যালিডোনিয়া। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে আদিবাসী তিন তরুণ ও পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে।
গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার কবলে এখন ফ্রান্সের দ্বীপাঞ্চল নিউ ক্যালিডোনিয়া। অঞ্চলটির বাসিন্দাদের ভোটাভুটির নিয়মে পরিবর্তন নিয়ে মঙ্গলবার ফ্রান্সের জাতীয় সংসদে একটি বিল পাশকে কেন্দ্র করে ক্রমেই উত্তাল হয়ে উঠছে পরিস্থিতি।
নতুন এ বিল আইনে পরিণত হলে যেসব ফরাসি নাগরিক নিউ ক্যালিডোনিয়াতে ১০ বছরের বেশি বসবাস করেন, তারাও আঞ্চলিক নির্বাচনে ভোটাধিকার পাবেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় সান্ধ্য আইন।