জানুয়ারি ২৪, ২০২৫

প্রধান কার্যালয় নির্মাণের জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির পরিচলনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে রাজধানীর পূর্বাচলে এ জমি কিনবে ব্যাংকটি। যার পরিমাণ ১৫ দশমিক ৮৬ কাঠা। ব্যাংকটির প্রধান কার্যালয় নির্মাণের এই জমি অধিগ্রহণের জন্য আনুমানিক খরচ নির্ধারণ করা হয়েছে ২৪ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...