জানুয়ারি ২৩, ২০২৫

জনতা ব্যাংক লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আব্দুল জব্বারকে শুভেচ্ছা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। সোমবার (৮ মে) তাঁর পক্ষে শুভেচ্ছা জানান বসুন্ধরা গ্রুপের চিফ অপারেটিং অফিসার, ব্যাংকিং (সেক্টর-বি) রাজীব সামাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, ডিজিএম, ব্যাংকিং, বসুন্ধরা গ্রুপ।

সম্প্রতি জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পান মো. আব্দুল জব্বার। গত ২৩ নভেম্বর থেকে তিনি কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্বে ছিলেন।

আব্দুল জব্বার ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। বিশেষায়িত কৃষি ব্যাংকের এমডি হওয়ার আগে তিনি জনতা ব্যাংকের ডিএমডি ছিলেন।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...