![](https://thebiz24.com/wp-content/uploads/2023/09/Southeast-Bank-Limited-Logo-2204301417_copy_700x400.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা ইফতেখার আজিম আহমেদ ছেলেকে শেয়ার উপহার দেবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইফতেখার আজিম তার ছেলে সালেহ আহমেদকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ৫০ লাখ শেয়ার উপহার দেবে। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৫৪ লাখ ১৫ হাজার শেয়ার আছে।
এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত শেয়ার ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে ছেলেকে উপহার হিসাবে দেবে।